দুই তারকা ছাড়া মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স
<![CDATA[
ইংল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সেখান থেকে দুই পরিবর্তন নিয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ঠান্ডায় আক্রান্ত হওয়ায় বুধবার (১৪ ডিসেম্বর) মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারছেন না অ্যাড্রিয়েন রাবিওট এবং উপামেকানো। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইব্রাহিম কোনাটে এবং ফোফানা।
স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো মরক্কোর কাছে বিশ্বকাপের সেমিফাইনালটা যেন অন্যরকম। আগেই আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েছে তারা। এবার প্রথম আফ্রিকার দেশ হিসেবে ফাইনালে খেলতে চায় আফ্রিকার সিংহরা। সে লক্ষ্যে সেরা একাদশ নিয়েই মাঠে নামছে দলটি।
এদিকে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আফ্রিকার দেশটির বিপক্ষে কখনও হারেনি ফ্রান্স।
আরও পড়ুন: ফ্রান্স-মরক্কো লড়াইয়ে পরিসংখ্যানে কারা এগিয়ে?
দুই দলের প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা। সবশেষ সাক্ষাৎ ২০০৭ সালে। প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এছাড়া দুই দলই বেশ কিছু আনঅফিসিয়াল ম্যাচ খেলেছিল।
ফ্রান্স একাদশ
হুগো লোরিস, জুলস কুন্ডে, ইব্রাহিম কোনাটে, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, ফোফানা, অরেলিয়েন চুয়ামেনি, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে
মরক্কো একাদশ
ইয়াসিন বোনু, রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নউসায়ের মাজরাউই, আশরাফ হাকিমি, সোফিয়ানে আমরাবাত, এল ইয়ামিক, আজাদিনে ওউনাহি, ইউসেফ আন নাসিরি, সোফিয়ানে বুফাল, হাকিম জিয়েচ।
]]>