দুই পেনাল্টির ম্যাচে জয়বঞ্চিত পিএসজি
<![CDATA[
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১১ অক্টোবর) বেনফিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। পেনাল্টি থেকে পিএসজির হয়ে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, বেনফিকার হয়ে গোলটি করেন জোয়াও মারিও।
নিজেদের মাঠে বেনফিকার বিপক্ষে ম্যাচে চোটে পড়া লিওনেল মেসিকে বিশ্রামে রাখে পিএসজি টিম ম্যানেজমেন্ট। যদিও নেইমার ছিলেন শুরুর একাদশেই। যেখানে ৩৯ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। ৬১ মিনিটে সেই পেনাল্টি থেকেই সমতায় ফেরে পর্তুগিজ ক্লাবটি।
আরও পড়ুন: রিয়ালের মান বাঁচলেও রক্ত ঝরলো রুডিগারের
‘এইচ’ গ্রুপে দিনের আরেক ম্যাচে ম্যাকাবি হাইফার বিপক্ষে ২-০ গোলে হেরেছে য়্যুভেন্তাস। এ হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে তারা। তবে শেষ ষোলোতে যাওয়ার সুযোগও রয়েছে, সে জন্য জয় পেতে হবে পরের দুই ম্যাচেই।
আরও পড়ুন: ভেঙেই গেল এমবাপ্পে-পিএসজি সম্পর্ক!
বেনফিকার সঙ্গে ড্র করা পিএসজি ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা বেনফিকার পয়েন্টও ৮। হাইফার বিপক্ষে হারা য়্যুভেন্তাস ৩ পয়েন্ট নিয়ে আছে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিন নম্বরে। ৩ পয়েন্ট আছে হাইফারও। অর্থাৎ পরের দুই ম্যাচে বেনফিকা ও পিএসজিকে হারালে ৯ পয়েন্ট হবে তুরিনের বুড়িদের। শেষ ষোলোয় যাওয়ার জন্য তাদের সামনে শর্ত আছে আরও, পিএসজি ও বেনফিকার মধ্যে যে কোনো এক দলকে নিজেদের দুই ম্যাচেই হারতে হবে।
]]>