দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ, রিট চান হাইকোর্ট
<![CDATA[
সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে প্রায় ৩২ কোটি ডলার সমমূল্যের প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। গণমাধ্যমে আসা এমন খবরের বিষয়ে আদালতের নজরে আনলে এ বিষয়ে রিট আকারে আনতে বলেছেন হাইকোর্ট।
বুধবার (১১ জানুয়ারি) এ কথা বলেন হাইকোর্ট।
এদিকে আইনজীবী সুবির নন্দি দাস বলছেন, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ বিষয়টি আবেদন আকারে নিয়ে আসা হবে।
আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট
গত মঙ্গলবার দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের (ইইউ) ট্যাক্স অবজারভেটরির মতে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। যার কাগুজে মূল্য প্রায় ৩২ কোটি ডলার। যা পুরোটাই গোপন করে গেছেন তারা।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে কিংবা গোপনে বিপুল পরিমাণ মূলধন পাচার হচ্ছে দুবাইয়ে। তবে এদিক থেকে সবচেয়ে এগিয়ে গেছেন বাংলাদেশিরা। কোভিডে যখন সারা বিশ্ব বিপর্যস্ত ঠিক তখনই দুবাইয়ে বাংলাদেশি ধনীরা বিপুল সম্পদ ক্রয় করেছেন, এদিক থেকে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, চীন ও জার্মানির মতো দেশগুলোর বাসিন্দাদের পেছনে ফেলে দিয়েছেন বাংলাদেশিরা।
]]>