দুর্গাপূজায় বিলোনীয়া স্থলবন্দরে আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ, পুনরায় স্থলবন্দর চালু ৮ অক্টোবর
পরশুরাম | তারিখঃ October 4th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 35 বার
পরশুরাম প্রতিনিধি->>
দুর্গাপূজা উপলক্ষে ২ অক্টোবর রোববার থেকে পরশুরামের বিলোনীয়া স্থলবন্দরে আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। পাঁচ দিনের বন্ধ শেষে আগামী ৮ অক্টোবর পুনরায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বিলোনীয়া স্থলবন্দর শুল্ক স্ট্রেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. জহির জানান, গত ২ অক্টোবর রোববার থেকে ৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও এ কার্যক্রম বন্ধ থাকবে।
বিলোনীয়া স্থলবন্দরের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইব্রাহিম জানান, সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা সাময়িক কর্মহীন থাকতে চাই। বন্ধ শেষ হলে আবার বন্দর সচল হবে, শ্রমিকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
বিলোনীয়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, দুর্গাপূজায় বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিলোনীয়া শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ জানান, পাঁচ দিনের বন্ধ শেষে আগামী ৮ অক্টোবর পুনরায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।