বিনোদন

দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজারে এলো গুগল পিক্সেল ৭

<![CDATA[

বহুল প্রতীক্ষিত পিক্সেল সিরিজের সর্বশেষ মডেলের স্মার্টফোন পিক্সেল সেভেন বাজারে এনেছে গুগল।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) অফিসিয়ালি চলে এলো সেভেন সিরিজের দুটি মডেল গুগল পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো। 
আপডেটেড টেনসর জি২ প্রসেসর চালিত এই ফোন দুইটিতে পূর্ববর্তী জেনারেশন থেকে মূল পরিবর্তন এসেছে ক্যামেরা ও বিভিন্ন কম্পিউটেশনাল ফিচারে।

এডভান্সড ইমেজ প্রসেসিং, এক্সপ্যান্ডেড সিকিউরিটি ও মেশিন লার্নিং এর পাশাপাশি সিস্টেম ক্যাশ ম্যানেজমেন্টে উন্নতি চোখে পড়বে নতুন টেনসর জি২ প্রসেসর এর কল্যাণে। পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো চলবে লেটেস্ট এন্ড্রয়েড ১৩ দ্বারা। নতুন এই পিক্সেল ফোনগুলোতে ৫ বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি জানিয়েছে গুগল।

গুগল পিক্সেল ৭

পিক্সেল ৭ ফোনটির প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল, যাতে যোগ হয়েছে ২এক্স ক্রপ-মোড-জুম। এছাড়া নাইট সাইট লো-লাইট শুটিংয়ের ক্ষেত্রে আগের চেয়ে উন্নতি এসেছে। বেটার স্কিন টোনের পাশাপাশি অডিবল সেলফি-হেল্প মোড যোগ হয়েছে। ৬.৩ ইঞ্চি ৯০ হার্জ ডিসপ্লে রয়েছে পিক্সেল ৭ ফোনটিতে।

পূর্বের জেনারেশনের ফটো আনব্লার এলগরিদমে এসেছে আপডেট, আরও যোগ হয়েছে ভিডিওর জন্য সিনেমাটিক ব্লার ফিচার যা অ্যাপলের সিনেমাটিক মোডের মতো কাজ করবে। তবে নতুন আনব্লার এনগরিদম নতুন টেন্সর চিপ দিয়ে হবে বলে এই ফিচার শুধুমাত্র পিক্সেল ৭ সিরিজে পাওয়া যাবে। এছাড়া পিক্সেল ৭ ফোনটিতে ৪কে ৩০এফপিএস রেকর্ডিং এবং আরও উন্নত ভিডিও অটোফোকাস ও স্পিচ এনহেন্সমেন্ট ফিচার এসেছে।

ডিজাইনে কোনো আমূল পরিবর্তন থাকছে না পিক্সেল ৭ সিরিজে। সেই আগের জেনারেশনের পিক্সেল ৬ এর ডিজাইন ৭ সিরিজেও বজায় থাকছে। পিক্সেল ৬ এর মতো ৫৯৯ ডলারে কেনা যাবে পিক্সেল ৭।

গুগল পিক্সেল ৭ প্রো

পিক্সেল ৭ এর সব ফিচারের পাশাপাশি পিক্সেল ৭ প্রো তে আরও থাকছে ১২ মেগাপিক্সেল ১০এক্স ক্রপ-মোড-জুম ফিচারের ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। মূলত মেইন ও টেলিফটো ক্যামেরা ব্যবহার করে কম্পিউটেশনাল ২.৫এক্স থেকে ৫এক্স জুম করতে পারে পিক্সেল ৭ প্রো। পিক্সেল ৭ প্রো ফোনটির এই তৃতীয় ক্যামেরা দিয়ে ম্যাক্রো মোডেও ছবি তোলা যাবে।

আরও পড়ুন: অবশেষে বাজারে এলো ‘গুগল পিক্সেল ওয়াচ’

পিক্সেল ৭ প্রো ফোনেও ১২ জিবি র‍্যাম থাকছে। বেছে নেয়া যাবে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ থেকে নিজের পছন্দের ভ্যারিয়েন্ট। থাকছে না কোনো এসডি কার্ড স্লট, রয়েছে ন্যানো সিম স্লট, রয়েছে দ্বিতীয় সিম হিসেবে ই-সিম ব্যবহারের সুবিধা।

মেইন ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের পাশাপাশি ইলেক্ট্রনিক স্ট্যাবিলাইজেশন সুবিধাও রাখা হয়েছে। ৪কে ৬০এফপিএস ভিডিও রেকর্ড করা যাবে এতে। স্ন্যাপচ্যাট, টিকটকের মতো অ্যাপের সাথে কোলাবোরেশন করেছে গুগল, যার কল্যাণে এসব প্ল্যাটফর্মে হাই কোয়ালিটি ভিডিও আপলোড করা যাবে পিক্সেল ৭ সিরিজের ফোনগুলো থেকে।

পিক্সেল ৭ প্রো এর ৬.৭১ ইঞ্চি এমোলেড কিউএইচডি+ এলটিপিও ডিসপ্লে প্যানেল একে পিক্সেল ৭ থেকে আলাদা করেছে। এছাড়া এই ফোনে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট, তবে সাইড ডিসপ্লে কার্ভড থাকছে না।

ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্টের পাশাপাশি আরও উন্নত ফেস আনলক ফিচারও রয়েছে পিক্সেল ৭ সিরিজে। ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে এবারও। পিক্সেল ৭ প্রো এর দাম শুরু হচ্ছে ৮৯৯ ডলার থেকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!