বাংলাদেশ

দুর্নীতির অভিযোগে সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

<![CDATA[

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেনাপোল সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ নভেম্বর) এক স্মারকে তাদের বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তরা হলেন প্রিন্সিপাল অফিসার মহিদুল ইসলাম, সাদেক আলী ও অফিসার ক্যাশ দবির হোসেন। এর আগে তদন্তের স্বার্থে শাখাটির ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার আক্তার ফারুককে যশোরের প্রধান শাখায় বদলি করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক বেনাপোল শাখার বর্তমান ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মহসিন আলী।

অফিসার মহসিন আলী বলেন, ‘তিন কর্মকর্তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি বুধবার সকালে জেনেছি। বিভিন্ন সময়ে তাদের অনিয়ম ও দুর্নীতি তদন্তে ধরা পড়ায় কর্তৃপক্ষ এ তিন কর্মকর্তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে অধিকতর তদন্ত করতে সোনালী ব্যাংকের একটি টিম কাজ করছে।

আরও পড়ুন: টাঙ্গাইল /নির্মাণাধীন সেতুতে ধস, তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান খালিদ এন্টারপ্রাইজ সম্প্রতি একাধিক এলসির মাধ্যমে ভারত থেকে কয়েক কোটি টাকার ফল আমদানি করে। এসব পণ্য চালানের খালাস নিতে আমদানিকারকের পক্ষে কাস্টম হাউজে বিল অব এন্ট্রি দাখিল করেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজের মো. শান্ত। কিন্তু তারা আমদানির পণ্যের বিপরীতে এক কোটি ৬০ লাখ টাকা শুল্ক পরিশোধ না করেই সোনালী ব্যাংক বেনাপোল শাখার ছাড়পত্র (রিলিজ অর্ডার) নিয়ে আমদানি মালামাল খালাস করে নিয়ে যায়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তাদের একটি টিম গত সপ্তাহে বেনাপোল সোনালী ব্যাংকে আকস্মিক অভিযান চালায়। এ সময় শুল্ক পরিশোধ না করে ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত হলে আমদানিকারকের পরবর্তী পণ্য চালানের বিপরীতে জমা দেয়া শুল্কের টাকা বকেয়ার সঙ্গে সমন্বয় করেন। পরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপর তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

সোনালী ব্যাংক যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, আমদানি পণ্যের শুল্ক পরিশোধ না করে চালানের কাগজপত্র নিয়ে যাবার চেষ্টা করে একটি প্রতিষ্ঠান। পরে আমরা শুল্ক আদায় করেই ছাড়পত্র দিয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের স্বার্থে শাখা ব্যবস্থাপক আক্তার ফারুককে গত সপ্তাহে যশোরে বদলি করা হয়েছে। এছাড়া বুধবার আরও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!