‘দুর্যোগে উন্নত দেশের মতো সক্ষমতা অর্জনে কাজ করছে সরকার’
<![CDATA[
দুর্যোগে উদ্ধার কার্যক্রম চালানোর ক্ষেত্রে উন্নত দেশের মতো সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ মনিরুজ্জামান।
মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকায় মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়ায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ২৭২ কোটি টাকার উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে বিভাগীয় এবং জেলা পর্যায়ের শহরের জন্য ৬৫ ও ৫৫ মিটার উচ্চতায় উদ্ধার কার্যক্রম চালানোর লক্ষ্যে উন্নত মানের লেডার (মই) ক্রয় করা হয়েছে।
আরও পড়ুন: ‘উন্নত সমৃদ্ধ দেশ গড়ায় কাজ করছে সরকার’
দুর্যোগে প্রাণহানির চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ১০ লক্ষাধিক মানুষ প্রাণ হারান। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে সম্প্রতি একই মাত্রার ঘূর্ণিঝড়ে প্রাণহানি একক সংখ্যায় নেমে এসেছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে একই মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুগদা হাসপাতালের পরিচালক ডাক্তার মো. নিয়াতুজ্জামান এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আবুল বাসার মো. জামাল এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ মহড়ার আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, একশন এইডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কারিগরি সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
আগামী ১৩ অক্টোবর সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসকে সামনে রেখে দেশের মানুষজনকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতন করার লক্ষ্যে সারা দেশে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
]]>




