দেদারসে টাকা ঢেলে নতুন নজির চেলসির
<![CDATA[
এক মৌসুমে দল-বদলে সর্বোচ্চ অর্থ খরচের নতুন রেকর্ড গড়লো ইংলিশ ক্লাব চেলসি। নতুন মালিকানা পাওয়ার পর তাদের এ মৌসুমে খেলোয়াড় কেনার খরচ ছাড়িয়ে গেছে সাড়ে চারশো মিলিয়ন ইউরো। শুধু শীতকালীন দল-বদলেই তাদের খরচ হয়েছে ১৫২ মিলিয়ন ইউরো।
চেলসির নতুন মালিক যেন আক্ষরিক অর্থেই টাকার বস্তা নিয়ে দল-বদলের বাজারে নেমেছেন। রোমান আব্রামোভিচের কাছ থেকে মালিকানা পাওয়ার পর দেদারসে খরচ করছেন অর্থ। গ্রীষ্মকালীন দল-বদলে মোটা অঙ্কে দলে ভেড়ান স্টারলিং-কুকুরেল্লা-ফোফানাদের। শীতকালীন বাজারেও কোনো ধরনের কার্পণ্য করছেন না টড বোয়েলি।
চলতি মাসে এখন পর্যন্ত পাঁচজন ফুটবলারকে সরাসরি ও ধারে হুয়াও ফেলক্সিকে দলে নিয়েছে চেলসি। আর এতেই এক মৌসুমে দল-বদলে সর্বোচ্চ খরচের নতুন রেকর্ড করে ফেলেছে ক্লাবটি।
এতদিন যে রেকর্ড দখলে ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। ২০১৭-১৮ মৌসুমে দেম্বেলে-কৌতিনিয়োদের সঙ্গে একঝাঁক ফুটবলারকে দলে ভেড়াতে তাদের খরচ হয়েছিল ৩৮০ মিলিয়ন ইউরো। বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় কিনতে সিদ্ধহস্ত রিয়াল মাদ্রিদ। ২০১৯-২০ মৌসুমে তারা খরচ করে ৩৫৫ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো।
আরও পড়ুন: লাল-হলুদের বদলে যে কারণে ‘সাদা’ কার্ড দেখালেন রেফারি
এরপর আছে পেট্রো ডলারের দাপটে ইংল্যান্ডে রাজ করা ম্যানসিটি। ২০১৯-২০ মৌসুমেও বার্সা প্রায় ৩০ কোটি ডলার খরচ করে। রোনালদোকে দলে ভেড়ানোর মৌসুমে য়্যুভেন্তাসের মোট খরচ ছাড়ায় ২৬৩ মিলিয়ন ইউরো। একই মৌসুমে পিএসজি ব্যয় করে ২৬২ মিলিয়ন ইউরো।
রিয়াল মাদ্রিদ ২০০৯-১০ মৌসুমে দলে ভেড়ায় রোনালদো-কাকা ও বেনজেমাকে। এই তিন তারকাকে দলে নিতে সেবার ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড খরচ করে ২৫৮ মিলিয়ন ইউরো। মুদ্রাস্ফীতি হিসেব করলে বর্তমানে যে অংকটা দাঁড়াবে ৩৩৭ মিলিয়ন ইউরোতে।
শীতকালীন দল-বদল শেষ হতে এখনো বাকি সপ্তাহ খানেক। চেলসির কেনাকাটা এখনও শেষ হয়নি। ধারণা করা হচ্ছে টড বোয়েলির শপিং লিস্টে আরও একটি নাম আছে। সেটা আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। শুরুতে তার প্রতি আগ্রহ দেখালেও চড়া মূল্যের জন্য নিজেদের গুটিয়ে নেয় চেলসি। কিন্তু ইউরোপের গণমাধ্যমে গুঞ্জন, তাকে দলে নিতে বেনফিকার সঙ্গে আবারো আলোচনা শুরু করতে চায় চেলসি।
]]>




