দেম্বেলের গোলে সেমিফাইনালে বার্সেলোনা
<![CDATA[
কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে বুধবার (২৫ জানুয়ারি) রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ। প্রথমার্ধে ১০ জনে পরিণত হয়েও বার্সাকে থামিয়ে রাখতে সক্ষম হয়েছিল সোসিয়েদাদ। তবে দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলের করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।
একের পর এক ম্যাচ জয় করেই যাচ্ছে বার্সেলোনা। কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদকে সুপার কাপের ফাইনালে হারানোর পর এবার লিগ কাপের সেমিতে উঠে গেলো বার্সেলোনা।
ঘরের মাঠে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদকে কোনরকম সুযোগই দেয়নি বার্সেলোনা। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি।
আরও পড়ুন: চূড়ান্ত হয়েছে নেশন্স লিগের সেমিফাইনালের লাইনআপ
ম্যাচের ৪০তম মিনিটে বুসকেতসেকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুলস কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে জোরাল এক শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।
এরপর আরও অনেক আক্রমণ করে গেছে গাভি-লেভানডোভস্কিরা। তবে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় সোসিয়েদাদ। ফলে এই এক গোলের জয় নিয়েই কোপা দেল রে’র সেমিতে পৌঁছে যায় বার্সেলোনা।
]]>




