দেশবিরোধীদের অপতৎপরতার বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন
<![CDATA[
স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ১৬ নভেম্বর (বুধবার) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কর্মীরা মানববন্ধন করেন।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে আবারও অশান্ত এক পরিবেশে সৃষ্টির চেষ্টা করছে বিএনপি জামায়াত গোষ্ঠী। তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিলেন জেনারেল জিয়াউর রহমান। খালেদা জিয়া, তারেক জিয়া স্বাধীনতা বিরোধীদের নিয়ে সরকার গঠন করেছিলেন। তারেক জিয়ার নির্দেশে একুশে আগস্টে শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য বোমা হামলা চালিয়েছিলেন। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যা যা করার সবই করেছিলেন তারেক জিয়া।
বক্তারা আরো বলেন, শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তার ১৬ ভাগের এক ভাগও বিএনপি সরকার করতে পারেনি। সভায় যেকোনো মূল্যে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অরাজকতা প্রতিহত করার আহবান জানান তারা।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী সভাপতিত্বে এ আলোচনা সভায় অংশ নেন- সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কণ্ঠশিল্পী ডক্টর মনোরঞ্জন ঘোষাল,
জোটের সহ-সভাপতি ও চিত্রনায়ক শাকিল খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সাবেক ছাত্রনেতা (ঢাঃমঃদঃ) আশ্রাফউজ্জামান মিতু মাদবর, সাংগঠনিক সম্পাদক সুজন হালদার, দপ্তর সম্পাদক জয়দেব রায়, কণ্ঠশিল্পী লিসা কালাম, অভিনেত্রী পারুল আক্তার লোপা, অভিনেত্রী সোনিয়া পারভিন শাপলাসহ দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
]]>




