দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
<![CDATA[
আবারও বাড়াল সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ৮৮ হাজার ৪১৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন দাম শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৮ হাজার ৪১৩ টাকা, ২১ ক্যারেটের দাম ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ৭২ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির সোনার দাম পড়বে ৬০ হাজার ৩০২ টাকা।
আরও পড়ুন: নির্ধারিত সময়ে উৎপাদনে আসছে না রূপপুর বিদ্যুৎকেন্দ্র: প্রতিমন্ত্রী
এর আগে গত ৩ ডিসেম্বর সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ নির্ধারণ করে বাজুস। সে সময় সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৩৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা করা হয়।
]]>