বিনোদন
দেশের দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন
<![CDATA[
বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব আগে থেকেই ছিল ইমরানুর রহমানের নামের পাশে। ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিকসেও সেই অর্জন ধরে রাখলেন তিনি। অন্যদিকে দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।
১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন ইমরানুর। স্প্রিন্ট শেষ করতে ইলেকট্রনিক বোর্ডে তার সময় লেগেছে ১০.২৯ সেকেন্ড। ইসলামিক সলিডারিটি গেমসে ষষ্ঠ হয়েছিলেন তিনি ৷ সেই গেমসে তিনি ১০.০২ সেকেন্ড টাইমিং করেছিলেন।
আরও পড়ুন: তাকরীমকে অভিনন্দন জানালেন মুশফিক
অন্যদিকে ১০০ মিটারে সুমাইয়াকে হারিয়ে দ্রুততম মানবীর মুকুট পরেছেন শিরিন। ইলেকট্রনিক বোর্ডে তার সময় লেগেছে ১১.৯৫ সেকেন্ড। তার আগের সেরা টাইমিং ছিল গুয়াহাটি এসএ গেমসে। ২০১৬ সালের ওই আসরে তিনি ১১.৯৯ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করেন।
]]>




