বাংলাদেশ

দেশের প্লাস্টিক শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকার

<![CDATA[

বর্তমানে দেশের প্লাস্টিক শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকার বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ইজাজ হোসেন।

বুধবার (৪ জানুয়ারি) সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর উদ্যোগে আয়োজিত ‘প্লাস্টিক ওয়েস্ট রিসাইকেলিং: ইনভেস্টমেন্ট প্রসপেক্টার্স, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ সেমিনারে এ কথা বলেন তিনি।

সেমিনারে ড. ইজাজ জানান, বর্তমানে দেশে প্লাস্টিক শিল্পের বাজার রয়েছে ৪০ হাজার কোটি টাকার। প্রতিবছর দেশের বিভিন্ন খাত থেকে প্রায় সোয়া ৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। তবে এসবের মাত্র ৩৬ শতাংশ রিসাইকেল হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা হলেও বাকি ৬৪ শতাংশই পরিবেশ দূষণ করে।

তিনি আরও বলেন, সরকারের নীতি সহায়তা পেলে প্লাস্টিক পণ্য রফতানি করে এই শিল্পের বাজার আরও ১২০ কোটি ডলার বাড়ানো যেত। পাশাপাশি আমদানি বিকল্প পণ্য তৈরি করে দেশের চাহিদাও মেটানো সম্ভব হত।

আরও পড়ুন: ভারত ও সিঙ্গাপুর থেকে এক লাখ টন চাল কিনছে সরকার

তবে এই খাতের উন্নয়নের জন্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সলিম উল্লাহ। তিনি বলেন, ‘প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা’ তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শিগগিরই তা অনুমোদন করে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সরকার সেটি বাস্তবায়নের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. ইজাজ হোসেন। আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামিম আহমেদ।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!