বিনোদন

দেশের মানুষের মাথা নিচু হওয়ার মতো কোনো কাজ করিনি: প্রধানমন্ত্রী

<![CDATA[

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে টাকা বানানো কিংবা বাংলাদেশের মানুষের মাথা নিচু হওয়ার মতো কোনো কাজ কখনো তিনি ও তার পরিবার করেননি। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় চেয়েছিলেন ন্যায়বিচার নিশ্চিতের। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, তার হত্যার বিচারই বন্ধ করে দেয়া হয়েছিল ইমডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে।’

তিনি বলেন, ‘জাতির পিতার হত্যার বিচার চেয়েছিলাম, কিন্তু বিচার পাইনি ইমডেমনিটির কারণে। এই অর্ডিনেন্স যাতে বাতিল না হয়, বিরোধীরা সর্বাত্মক চেষ্টা করেছিল। কিন্তু এটা বাতিল সম্ভব হয় আদালত ইনডেমনিটি অর্ডিনেন্স বাতিলের নির্দেশ দেয়ায়। সে কারণে কৃতজ্ঞতা জানাই বিচারপতিদের।’

আরও পড়ুন: পঁচাত্তর পরবর্তী সরকারগুলো দেশকে ব্যর্থ করতে চেয়েছিল: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল শুরু হয়েছিল। সংবিধান লঙ্ঘন করে আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করে একই পথে ক্ষমতায় আসে জিয়া, একই পথ অনুসরণ করে এরশাদ। সে ক্ষমতা দখলের পালা আজ বন্ধ হয়েছে। পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে সে প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।’

‘আমাদের মতো কেউ যেন বিচারহীনতার শিকার না হয়। যাদের কারণে বিচারহীনতার শিকার হতে হয়, আবার তাদেরই গণতন্ত্রের ধারকবাহক বলা জাতির জন্য লজ্জার,’ বলেন প্রধানমন্ত্রী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!