খেলা

দেশের ২০ লাখ শিক্ষার্থীকে টিকিট দেবে মাইক্রোসফট, অ্যামাজন ও গুগল

<![CDATA[

তৃতীয়বারের মতো শুরু হওয়া ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২’-এ এবার বাংলাদেশি ২০ লাখ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীকে টিকিট স্পন্সর করছে মাইক্রোসফট, অ্যামাজন, গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যার আর্থিক মূল্য প্রায় ২০০০ কোটি টাকা।

রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ সামিট শেষ হবে সোমবার (৭ নভেম্বর)।

‘আধুনিক মার্কেটিংয়ের মাধ্যমে উন্নত পৃথিবী গড়ার’ প্রতিপাদ্যে অনলাইনে অনুষ্ঠিত এই সামিট যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশে কটলার ইমপ্যাক্ট-এর কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ। সামিটে বাংলাদেশসহ ১৬০টি দেশ থেকে ১০ কোটি দর্শক অংশ নিচ্ছে।

এবারের ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র অধ্যাপক ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-এর গ্লোবাল অ্যাডভাইজার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বক্তব্য দেবেন।

আরও পড়ুন: ছবি খুঁজে দিতে গুগলে যুক্ত হলো ‘লেন্স আইকন’

ওয়ার্ল্ড মার্কেটিং সামিট নিয়ে ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, বিপণন (মার্কেটিং) শাস্ত্রের বিশ্ব গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলার ও তার প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২’। প্রফেসর ফিলিপ কটলার ২০১২ সাল থেকে সফলতার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কেটিং সংক্রান্ত অনুষ্ঠান করে আসছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী মার্কেটিং সংক্রান্ত ধারণা দেয়া, সচেতনতা গড়ে তোলা এবং আধুনিক মার্কেটিং সম্পর্কে অবগত করা। যার ফলে দারিদ্র্য বিমোচন, ব্যবসার প্রসার, স্বাস্থ্য ও পরিবেশের উন্নতি সাধন এবং ভোক্তা অধিকারের মাধ্যমে কীভাবে পরিবেশ বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষা করা যায় তা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এ বছর থেকে সামিটটি আরও বেশি গুরুত্ব বহন করবে। কারণ, আগামী ১০ বছরে পৃথিবীর ১০০ কোটি তরুণকে উন্নত পৃথিবী বিনির্মাণে উদ্যোগী করে তোলার জন্য এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেটেড।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!