Feni (ফেনী)জাতীয়

দেশে আজ মুসলিমদের ঈদ-ই মিলাদুন্নবী, হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ও বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উৎসব

জাতীয় | তারিখঃ October 9th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 290 বার

ঢাকা অফিস->>

দেশে এ বছরও একইদিনে উদযাপিত হতে যাচ্ছে তিন ধর্মীয় উৎসব। এদিন মুসলিমদের ঈদ-ই মিলাদুন্নবী, হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ও বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উৎসব।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর দিন রোববার ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে পরিচিত। সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তার মৃত্যু হয়।

ঐশ্বর্য, আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস, সৌন্দর্যের দেবী লক্ষ্মী। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মীপূজা উদযাপন করে থাকে। সে হিসেবে রোববার দেশব্যাপী পালিত হচ্ছে লক্ষ্মীপূজা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন।

গত বছরের ২০ অক্টোবর বাংলাদেশে একইদিনে উদযাপন করা হয়েছিল এই তিন ধর্মীয় উৎসব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!