বাংলাদেশ

দেশে করোনা শনাক্তের হার আরও ঊর্ধ্বমুখী

<![CDATA[

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের ‍মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। শনাক্তের হার ৮ শতাংশ ছাড়িয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২৭৮ জনের দেহে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনে। আর এই সময়ে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) করোনায় একজন মারা যায়। করোনা শনাক্ত হয় ৩৮৮ জনের দেহে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬০ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

আরও পড়ুন: বিএসএমএমইউয়ে প্রথমবারের মতো বুক কাটা ছাড়াই ভালভ প্রতিস্থাপন

সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা সংগ্রহ করা হয়; আর পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৩৪টি। এতে শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ। আগেরদিন এ হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!