দেশে চরমপন্থি কিংবা সর্বহারা পার্টির তৎপরতা নেই: র্যাব
<![CDATA[
দেশের কোথাও চরমপন্থি কিংবা সর্বহারা পার্টির কোনো তৎপরতা নেই বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চরমপন্থি নেতা সন্দেহে সাইফুল ইসলাম ওরফে মানিককে (৫৬) গ্রেফতার করে র্যাব। ১৯৮৭ সালে চরমপন্থিরা নাটোরের গুরুদাসপুর থানা লুট করে এক কনস্টেবলকে খুন, থানার অস্ত্র লুট এবং আটক চরমপন্থিকে থানা হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এসব ঘটনায় খুনসহ ডাকাতি মামলার আসামি মানিক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মানিক ৩০ বছর ধরে ছদ্মনাম ধারণ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থান করছে। সেখানে পরিবার নিয়ে বসবাস করছে সে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মানিক সর্বহারা দলের সক্রিয় সদস্য। সর্বহারাদের নেতৃত্বে পরিচালিত সব কার্যক্রমে সে নিয়মিত অংশগ্রহণ করত। তার কোনো নির্দিষ্ট পেশা নেই। ত্রাস সৃষ্টি, লুটপাট ও চাঁদাবাজির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়েই সে জীবিকা নির্বাহ করত। সম্প্রতি সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ছাত্তার নামে শ্রমিক সরদার হিসেবে কাজ করছিল। ২০১৮ সালে সে তার নাম পরিবর্তন করে সাইফুল প্রধান নামে এনআইডি করে। রূপগঞ্জ এলাকায় সে ছাত্তার নামে পরিচিত। এলাকাবাসী তার অপরাধ কার্যক্রম সম্পর্কে অবহিত নয়।
আরও পড়ুন: বাবুল আক্তার অত্যন্ত ‘চতুর’ মানুষ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘চরমপন্থি বা সর্বহারা পার্টির সদস্যদের ব্যাপক তৎপরতা ছিল একসময় আমাদের দেশে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়, তার পর থেকে অভিযানের ধারাবাহিকতায় চরমপন্থি বা সর্বহারা পার্টির কোনো কার্যক্রম বর্তমানে নেই। তাদের কার্যক্রম কোনো এলাকায় দেখা যায় না।’
তিনি বলেন, ‘যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা হত্যা-ডাকাতির মতো ঘটনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করে, তাদের পেছনে আমরা নজরদারি রাখছি। যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে র্যাবের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’
]]>




