দেশে ফিরে রাজসিক অভ্যর্থনা পেল শ্রীলঙ্কা
<![CDATA[
এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দল দেশে ফিরে পেল রাজসিক অভ্যর্থনা। বিমানবন্দর থেকেই শুরু হয় শিরোপা উদযাপন। ফুল দিয়ে স্বাগত জানানো হয় ক্রিকেটারদের। এরপর ট্রফি নিয়ে, ছাদ খোলা বাসে কলম্বো প্রদক্ষিণ করে দাসুন শানাকার দল। এ সময় হাজারো সমর্থক রাস্তায় নেমে এসে শামিল হন এই উদযাপনে।
কদিন আগে রাজপথে সরকার পতনের আন্দোলনে নেমেছিল শ্রীলঙ্কার সাধারণ জনগণ। আবারও রাস্তায় লঙ্কানরা। কিন্তু এবারের উপলক্ষ একেবারেই আলাদা। স্বস্তির, আনন্দের। এবার আর নিজেদের অধিকার আদায়ে নয় বরং পুরো শ্রীলঙ্কাবাসী এক হয়েছে ক্রিকেট দলের এশিয়া কাপের শিরোপা উদযাপনে।
আরও পড়ুন: ফ্র্যাঞ্চাইজি লিগের টানে প্রোটিয়াদের দায়িত্ব ছাড়ছেন বাউচার!
অথচ এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল এই শ্রীলঙ্কাতেই। কিন্তু অর্থনৈতিক দুরাবস্থা, খাবার সংকট, বৈদ্যুতিক ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত দেশটি শেষ পর্যন্ত সরে আসে এশিয়া কাপ আয়োজন থেকে। পরে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশ হিসেবে অংশ নেয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। যেখানে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের উল্লাসে মাতে লঙ্কানরা। সেই সঙ্গে বহুদিন পর যেন স্বস্তির হাসি ফোটে লঙ্কাবাসীর মুখে।
এশিয়া কাপ জয়ের পর ট্রফি নিয়ে এবার নিজ দেশে ফিরেছে শ্রীলঙ্কা দল। ক্রিকেট শ্রীলঙ্কার ভেরিফাইড ফেসবুক পেজের এক ভিডিওতে দেখা যায়, ট্রফি নিয়ে বিমানবন্দর থেকেই শুরু হয় উদযাপন। ছাদখোলা বাসে ট্রফি হাতে কলম্বোর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দাসুন শানাকার দল।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় সুখবর পেল পাকিস্তান
হাসি মুখে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে রাস্তায় দেখা যায় হাজারো লঙ্কানদের। হেসে-গেয়ে সমর্থকদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন ক্রিকেটাররা। এমন একটা মুহূর্তের অপেক্ষাতেই যেন লঙ্কাবাসী ছিল দীর্ঘকাল। অর্থনৈতিক ভাবে ভুগতে থাকা দেশটিতে ক্রিকেট যেন এনে দিলো নতুন প্রাণের সঞ্চার।
]]>