খেলা

দেশে ফিরে সাফজয়ীদের অভিনন্দন জানালেন তাসকিন

<![CDATA[

সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টা নাগাদ বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। প্রায় একই সময়ে ওমরাহ শেষে দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদও। এ সময় সাবিনাদের শিরোপা জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

উচ্ছ্বাসের পাশাপাশি বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানান তাসকিন। ভবিষ্যতে সাবিনা বাহিনী আরও ভালো করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গণমাধ্যমের সঙ্গে তাসকিন বলেন, ‘এটা অনেক বড় অর্জন। বড় অর্জনে খুব খুশি, যা পুরো জাতিকে গর্বিত করেছে। ভবিষ্যতে আরও ভালো খেলবে তারা।’

আরও পড়ুন: ট্রফি উল্লাসে মেতেছে দেশ, রাজসিক সংবর্ধনা সাবিনাদের

শুধু তাসকিন নন, শিশু থেকে বুড়ো, সাবিনাদের শুভেচ্ছায় ভাসাচ্ছেন প্রায় সবাই। পুরো বাংলাদেশে যেন উৎসবের আমেজ। ঢাকায় তার ছাপটা স্বাভাবিকভাবেই অনেক বেশি। ছাদখোলা বাস ঘিরে ছিল মানুষের ঢল, সাবিনাদের শুভেচ্ছা জানাতে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছিলেন একাধিক তারকা।

নেপাল থেকে ফেরার পর বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। ঐতিহাসিক সাফ জয়ের ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করেছে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই শিরোপা দেশের সব মানুষের।

বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে যাওয়ার পথে নারী ফুটবল দল। তাদের ঘিরে রাস্তায় তিল ধারনের জায়গাটুকুও ছিল না! দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন থেকে শুরু করে শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবালসহ অনেকে এসেছিলেন সাবিনাদের অভিবাদন জানাতে।

আরও পড়ুন: সাবিনাদের আরও অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা

ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারানো সাফের ট্রফির পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে মাত্র ১ গোল হজম করায় রূপনা হয়েছেন সেরা গোলরক্ষক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ সব মিলিয়ে আট গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!