দেশে ফেরা হলো না ভারতে যাওয়া আশুতোষের
<![CDATA[
বাড়ি ফেরা হলো না পাসপোর্টে ভারতে যাওয়া সাতক্ষীরার আশুতোষ গাইনের। ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে প্রাণ গেল আশুতোষ গাইনসহ এক ভারতীয় নাগরিকের।
ভারতে যাবার পর দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশুতোষ গাইন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকেরও মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওপারে ভারতীয় অংশের ঘোজাডাঙ্গা ইছামতী ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশুতোষ গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের আনন্দ গাইনের ছেলে।
আরও পড়ুন: ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাক খাদে, হেলপারের পা বিচ্ছিন্ন
ভোমরা ইমিগ্রেশনের ইনচার্জ মাজরিহা হোসাইন জানান, নিহত আশুতোষ গাইন গত ৭ সেপ্টেম্বর পাসপোর্টে ভারতে গিয়েছিলেন। আজ (রোববার) বিকেলে ভারতীয় এক আত্মীয়ের মোটরসাইকেলে তিনি বাংলাদেশের উদ্দেশে বন্দরে আসছিলেন। পথিমধ্যে সীমান্ত সংলগ্ন ভারতের ঘোজাডাঙ্গা ইছামতি পার্কিংয়ের সামনে আসলে বাংলাদেশের প্রাণ কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্টো উ- ১২৩১৫৩) তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশুতোষ গাইনসহ তার আত্মীয় ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। তবে নিহত ওই ভারতীয়ের নাম-পরিচয় জানা যায়নি।
মাজরিহা হোসাইন বলেন, বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আশুতোষের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কলকাতার বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে।
]]>




