দোহায় ফের সরাসরি বৈঠকে তালেবান-যুক্তরাষ্ট্র
<![CDATA[
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র। শনিবার (৮ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সিএনএনের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।
খবরে বলা হয়, এদিন বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) উপপরিচালক ডেভিড কোহেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানবিষয়ক বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট উপস্থিত ছিলেন। অন্যদিকে আফগান প্রতিনিধিদলে ছিলেন তালেবান গোয়েন্দাপ্রধান আবদুল হক ওয়াসিক।
এ বৈঠককে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে কাবুলে মার্কিন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হওয়ার পর দুই পক্ষের মধ্যে প্রথম সরাসরি বৈঠক বলে জানানো হয়েছে। বৈঠকে কি আলোচনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সিএনএন।
হামলায় জাওয়াহিরি নিহতের পর তালেবানের বিরুদ্ধে ‘স্পষ্ট ও নির্লজ্জভাবে’ ২০২০ সালের ফেব্রুয়ারি স্বাক্ষরিত দোহা চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। তবে তালেবান কর্তৃপক্ষ বারবার বলে আসছে, জাওয়াহিরির অবস্থান বা উপস্থিতির ব্যাপারে কিছুই জানেন না তারা।
আরও পড়ুন: হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় স্বাক্ষরিত ওই চুক্তিতে বলা হয়, মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেবে না তালেবান। ওই চুক্তি অনুযায়ী গত (২০২১) বছরের আগস্টে সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
ওই চুক্তির পর বিভিন্ন ইস্যুতে তালেবানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র। তবে জাওয়াহিরি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা তালেবানের সঙ্গে সরাসরি বৈঠকে বসেননি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের ব্যাপারে একদিন আগেই ইঙ্গিত দেন তালেবান নেতা জবিউল্লাহ মুজাহিদ। আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে শুক্রবার (৭ অক্টোবর) তিনি বলেন, আফগানিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা তৈরি করতে কাবুলের সাথে যুক্তরাষ্ট্রকে সুসম্পর্ক তৈরি করতে হবে।
আরও পড়ুন: চীনের চিপ শিল্প পঙ্গু করতে চায় যুক্তরাষ্ট্র
শক্তি প্রয়োগ করে কোনো পক্ষই আফগানিস্তানে সফল হতে পারেনি উল্লেখ করে জবিউল্লাহ মুজাহিদ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকারভাবেই এই অঞ্চলে স্থিতিশীলতা চায় তাহলে আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্কে জড়িত হওয়া উচিত।
]]>