‘দ্বিতীয়বার’ বিয়ের পিঁড়িতে রোশনি
<![CDATA[
ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। টিভি পর্দায় একাধিকবার বিয়ের পিঁড়িতে বসলেও বাস্তবে ‘দ্বিতীয়বার’ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আগামী ৮ ডিসেম্বর শীতের আমেজেই বিয়ের সানাই বাজবে তার নতুন জীবনে।
তবে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও অন্যদের মতো জীবনের হিসাব কিন্তু নয় রোশনির জীবনে। কারণ, বিয়ের পিঁড়িতে দ্বিতীয়বার বসলেও বর কিন্তু পাল্টাছে না রোশনির।
গত বছর রেজিস্ট্রি করে রোশনি ভট্টাচার্য বিয়ে করেছিলেন তূর্যকে। পরে আচার-বিচার, রীতিনীতি মেনে ধুমধাম করে সামাজিক বিয়ের আয়োজনের সময়ই ঘটে বিপত্তি।
হঠাৎই তার শ্বশুর মারা যান। আর তাই সে বছর ঘটা করে বিয়ের অনুষ্ঠান করতে পারেননি তারা। তবে এক বছর পার হওয়ায় এবার বিয়ের সেই বাকি আয়োজন শেষ করবেন তারা।
আরও পড়ুন: সঞ্জয়ের সিনেমায় জিৎ
রানি রাসমণি ধারাবাহিকে জগদম্বা চরিত্রটির মাধ্যমে দর্শকপ্রিয়তা পান রোশনি। ভারতীয় টিভি সিরিয়াল ‘গোধূলি আলাপ’খ্যাত রোহিণী চরিত্রের মাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি।
বিয়ে নিয়ে রোশনি বলেন, ‘আমি যতটা পারব আচার মানার চেষ্টা করছি। তবে বিয়েটা হবে বেদ মেনে। যেহেতু এক বছর ধরে আমি বিবাহিত। তাই এটা আমার বিয়ে নাম্বার টু।’
]]>