দ্বিতীয় দফা করোনায় আক্রান্ত ফাইজারের সিইও
<![CDATA[
ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানান তিনি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আলবার্ট বোরলা এক বিবৃতিতে বলেন, ‘আমি সুস্থবোধ করছি এবং উপসর্গমুক্ত।’
৬০ বছর বয়সী বোরলা এর আগেও করোনায় সংক্রমিত হন। গেল আগস্টে তিনি করোনা পজিটিভ হন। ওই সময় তিনি ফাইজারের মুখে খাওয়ার কোভিড-১৯ অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড-এর একটি কোর্স শুরু করেছিলেন।
প্যাক্সলোভিড হলো এমন একটি অ্যান্টিভাইরাল ওষুধ, যা বয়স্ক রোগীদের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
আরও পড়ুন: রাশিয়ার রিজার্ভ বাড়ছে
ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করা মুখে খাওয়ার ওষুধের চারটি ডোজ নিয়েছিলেন বোরলা।
প্রধান নির্বাহী আলবার্ট বোরলা জানান, তিনি এখনো নতুন বাইভ্যালেন্ট বুস্টার নেননি।
বিএ.৫ এবং বিএ.৪ ওমিক্রন সাব ভেরিয়েন্টগুলো মোকাবিলা করার জন্য ফাইজার ও বায়োএনটেকের একটি দল এবং মডার্না মিলে বাইভ্যালেন্ট শটগুলো তৈরি করেছে। এ ভেরিয়েন্টগুলো যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়েছে।
বাইভ্যালেন্ট বুস্টার না নেয়ার বিষয়ে বোরলা জানিয়েছেন, আগস্টের মাঝামাঝি করোনায় সংক্রমিত হওয়ায় আমি নির্দেশিকা অনুসারে তিন মাস অপেক্ষা করছিলাম।
এদিকে আগস্টেই সবশেষ বুস্টার শটটির অনুমোদন দেয় ফাইজার ও মর্ডানা।
]]>