ধনী অনন্ত-রাধিকার বাগদানে হাজির বলিউড তারকারা
<![CDATA[
ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বাগদান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)। হবু বর-কনের আংটি বদলের এ অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের সব সুপারস্টার।
বাগদানের অনুষ্ঠানের বর-কনে দুজনই ভারতের প্রথম সারির ধনী শ্রেণির সন্তান। বর অনন্ত আম্বানি ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে এবং কনে রাধিকা মার্চেন্ট এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের মেয়ে।
তাদের দুই পরিবারের উপস্থিতিতে মুম্বাইয়ে আম্বানি পরিবারের বহুতল অ্যান্টিলিয়াতে বাগদান পর্ব সম্পন্ন হয় অনন্ত এবং রাধিকার। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউডের নামিদামি ব্যক্তিত্ব থেকে শুরু করে দুই পরিবারের ঘনিষ্ঠরা।
আরও পড়ুন: এবার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ভূমিকায় শরিফুল রাজ
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য বলছে, গুজরাতি নিয়ম মেনে তাদের বাগদান সম্পন্ন হয়। অ্যান্টিলিয়ায় আম্বানিদের পারিবারিক মন্দিরেই এদিন বাগদানের সব আচার-নিয়ম সম্পন্ন হয়।
অ্যান্টিলিয়ায় অনন্ত-রাধিকার জাঁকজমক বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, গৌরী খান, আরিয়ান খান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সারা আলী খান, অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, জন আব্রাহাম, বনি কাপুর, ঐশ্বরিয়া রাই সহ আরও অনেকে। বলিউড তারকারা এদিন সেরা পোশাকে ধরা দিয়েছিলেন অনন্ত-রাধিকার বাগদানের রেড কার্পেটে।
]]>