ধাওয়ানকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ
<![CDATA[
প্রথম পাঁচ ওভারে ভালোই খেলছিলেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রহিত শর্মা। তবে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ওপেনিং জুটি ভাঙলেন মেহেদী মিরাজ। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ধাওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভার ৪ বলে ৪০ রানে এক উইকেট।
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে রোহিত শর্মার দল। শুরুতে ভালোই দেখে শুনে খেলছিল তারা। তবে মিরাজের করা দ্বিতীয় ওভারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান। এতে রোহিত-ধাওয়ানের ২৩ রানের জুটি ভাঙে।
এদিকে ভারতের বিপক্ষে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। দলের অভিজ্ঞ তিন খেলোয়াড় সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিক থাকায় বেশ শক্তিশালী দলই পেয়েছেন বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।
]]>




