ধামরাইয়ে যত্রতত্র অনুমতিবিহীন ইটভাটা, বিপর্যয়ে পরিবেশ
<![CDATA[
ঢাকার ধামরাইয়ে ব্যাঙের ছাতার মতো ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। অনুমতিবিহীন এসব ইটভাটার কারণে ফসল ও গাছপালার ক্ষতি হচ্ছে। পাশাপাশি নানা রোগের উপসর্গ দেখা দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। আর স্থানীয় প্রশাসন বলছে, ইটভাটা ক্ষতির কারণ হলেও নগরায়ণের প্রয়োজনে এগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া সম্ভব হচ্ছে না।
রাজধানী ঢাকার উপকণ্ঠে ধামরাই কৃষিনির্ভর উপজেলা সাভার। উপজেলাটির বিস্তীর্ণ এলাকাজুড়ে ফসলি জমির ওপর গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। ইটভাটাগুলোর চিমনি থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া। এতে ভুট্টা ও সবজি ক্ষেতে দেখা দিয়েছে মড়ক।
চাষি ও এলাকাবাসীর অভিযোগ, জমিতে কমেছে ফলন আর নষ্ট হয়ে যাচ্ছে গাছের ফল ও কুঁড়ি।
তবে ইটভাটা মালিক কর্তৃপক্ষের দাবি, তারা পরিবেশ সম্মতভাবেই ইট পোড়াচ্ছেন।
আরও পড়ুন: নড়াইলে অনুমোদন ছাড়াই চলছে অধিকাংশ ইটভাটা
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, উন্নয়নের স্বার্থে এখনই পুরোপুরি ইটভাটা বন্ধ করে দেয়া সম্ভব না।
ধামরাই উপজেলা প্রশাসনের তথ্যমতে, এখানে ১৭৫টি ইটভাটা রয়েছে।
]]>