নকআউটে ব্রাজিল ও সুইজারল্যান্ডের প্রতিপক্ষ যারা
<![CDATA[
শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কেটেছে সুইজারল্যান্ড। এই গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলোয় দল দুটির প্রতিপক্ষ কারা?
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হারলেও চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তাই গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোয় পেয়েছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দক্ষিণ কোরিয়াকে। দু’দলের শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর রাত একটায়।
আরও পড়ুন: ব্রাজিলকে হারিয়ে বিশ্বকে চমকে দিল ক্যামেরুন
শুক্রবার (২ ডিসেম্বর) ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বে একমাত্র গোলটি করেছেন ক্যামেরুনের আবুবকর। অন্যদিকে দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এশিয়ার দেশটির জয় ২-১ গোলে। দক্ষিণ কোরিয়ার হয়ে একটি করে গোল করেন কিম ইয়ং ও হুয়াং হে চান। পর্তুগালের গোলটি রিকার্ডো হোর্তার।
সুইজারল্যান্ড শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগালকে। দু’দলের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর রাত একটায়। সুইসরা শুক্রবার সার্বিয়াকে হারিয়েছে ৩-২ গোলে। ২০ মিনিটের মাথায় সার্বিয়ার জালে বল ঢোকায় সুইজারল্যান্ড। ৬ মিনিট পর ম্যাচে সমতা আনে সার্বিয়া। দুসান টেডিচের পাস ধরে ডি বক্সের ভেতর থেকে হেড নেন আলেক্সান্দার মিত্রোভিচ। তার নেয়া হেডে বল সুইসদের জালে প্রবেশ করে।
আরও পড়ুন: সার্বিয়াকে হারিয়ে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড
বিরতির কিছুক্ষণ আগে সুইজারল্যান্ড ম্যাচের স্কোর লাইন করে ২-২। এবার গোল করেন ব্রিল এম্বোলো। বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় সুইসরা। ভারগাসের পাস থেকে এ গোলটি করেন রেমো ফ্রেউলার। ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় সুইজারল্যান্ডের।
]]>




