নকআউট নিশ্চিত করতে লাইপজিগের মুখোমুখি রিয়াল
<![CDATA[
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করতে লাইপজিগের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে উঠবে লস ব্লাঙ্কোসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টায়।
চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে নকআউট পর্বে উঠতে হলে পাড়ি দিতে হবে আর মাত্র এক ধাপ। গ্রুপ এফ-এ ১০ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। গ্রুপের পঞ্চম ম্যাচে লাইপজিগের বিপক্ষে জিতলেই এক ম্যাচ হাতে রেখে গ্রুপের টপে থেকে শীর্ষ ষোলোতে পৌঁছে যাবে লস ব্লাঙ্কোসরা। তাইতো রুদিগের, ভিনিদের এতো প্রস্তুতি।
সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় লাইপজিগকে হারানোর স্বাদ পেয়েছিল রিয়াল। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। একেতো ইনজুরিতে জর্জরিত দল। তার ওপর খেলা লাইপজিগের মাঠে। তাই একটু সতর্ক তো থাকতেই হচ্ছে মাদ্রিদিস্তাদের।
আরও পড়ুন: বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া
কোচ কার্লো অ্যানচেলত্তি বলেন, ফুটবলে ইনজুরি থাকবেই। সেটা অনুশীলনে হতে পারে, ম্যাচ খেলার সময়ও হতে পারে। আপাতত ইনজুরি নিয়ে আমার খেলোয়াড়রা চিন্তিত নয়। ম্যাচ নিয়েই সবাই ভাবছে। লাইপজিগকে আগের ম্যাচে হারালেও তারা নিজেদের মাটিতে কঠিন প্রতিপক্ষ। সুতরাং স্বাভাবিক খেলা খেলেই ম্যাচটা জিততে চাই আমরা।
ইনজুরির কারণে নেই করিম বেনজেমা। দানি কেবালোস, মারিয়ানো দিয়াজরাও মাঠের বাইরে। ফিরেছেন থিবো কোর্তোয়া। যদিও একাদশে নাও দেখা যেতে পারে তাকে।
]]>




