নকল প্রসাধনী বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
<![CDATA[
পটুয়াখালীতে ভেজাল, নকল ও অবৈধ বিদেশি পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সদর উপজেলার পুরান বাজার, সদর রোড ও নবাব পাড়া এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভেজাল, নকল ও স্টিকারবিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রি করায় সদর রোডের সাত সওদা ডিপার্টমেন্টাল স্টোরের প্রোপ্রাইটর মজিবুর রহমানকে ৫০ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এ ছাড়াও নির্ধারিত নিত্যপণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কমিটির সভাপতি, জেলা ড্রাগ সমিতির সভাপতি এবং নিরাপত্তার দায়িত্ব পালন করে সদর থানা পুলিশের একটি টিম।
]]>




