নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা, যুবককে গণধোলাই
<![CDATA[
নকল স্বর্ণের বার দেখিয়ে সোনার চেইন ছিনতাইয়ের সময় এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার (১৫ অক্টোবর) বিকালে হিলি স্থলবন্দর চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাদা মিয়া (৪৩) গাইবান্ধা সদরের খোলাহাটি মাটপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে একটি নকল দুই ভরি ৩ রতি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে হিলি স্থলবন্দর চারমাথা এলাকা থেকে দুই নারী ভ্যানে তাদের গ্রামের বাড়ি মংলা বাজারে যাচ্ছিলেন। এ সময় তাদের ভ্যানে দুই যুবকও ওঠেন। ওই নারীকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের বার দেখিয়ে তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এক সময় তার কানের রিংটাও নিয়ে নেয়ার চেষ্টা করেন তারা। ওই দুই যুবককে ভ্যানচালকের সন্দেহ হলে তিনি স্থানীয়দের বিষয়টি জানান।
আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৭ জেলে আটক
পরে একজন পালিয়ে গেলেও যুবক সাদা মিয়াকে হিলি সিপি টেম্পুস্ট্যান্ড মোড় থেকে আটক করে গণধোলাই দেন স্থানীয়রা।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সায়েম মিয়া জানান, বেলা আড়াইটার পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারককে উদ্ধার করে হিলি হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
]]>




