নড়াইলে ‘জনতার মুখোমুখি’ মাশরাফী
<![CDATA[
নড়াইলে জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা সমাধানের কাজ করাই জনপ্রতিনিধির দায়িত্ব। এ ছাড়া জনসাধারণের দায়িত্ব জনপ্রতিনিধির নিকট থেকে কাজ বুঝে নেয়া।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ শিরোনামের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
এলাকার সহজ-সরল মানুষ যাতে টাউট-বাটপাড়ের খপ্পরে পড়ে প্রতারিত না হয়, সে জন্য যেকোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান মাশরাফী।
এ সময় মাশরাফী অনুষ্ঠানে উত্থাপিত প্রতিটি সমস্যা সম্পর্কে কথা বলেন, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, যেহেতু মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন সেহেতু তাদের কথা শোনা, সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমার দায় রয়েছে।
আরও পড়ুন: আমার পেছনে লেগে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আকাশকুসুম কল্পনা: মাশরাফী
তিনি আরও বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষকে নানা ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে ও জনতার কথা শুনতে নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এমন আয়োজনের মাধ্যমে জনসাধারণের মুখোমুখি হবার অভিপ্রায় ব্যক্ত করেন।
এ সময় ওই এলাকার নারী-পুরুষ সার সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কথা তুলে ধরেন। এ ছাড়াও তারা নড়াইল নার্সিং ইনস্টিটিউট চালু না হওয়া ও সদর হাসপাতালের সেবার মান নিয়ে এমপিকে প্রশ্ন করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস, সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
]]>




