নতুন করে পূর্ণাঙ্গ দল ঘোষণা ডেনমার্কের
<![CDATA[
প্রথম দফায় ২১ সদস্য নিয়ে ডেনমার্কের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিলেন কোচ কাসপের হিউমান্দ। সোমবার (১৪ নভেম্বর) আরও পাঁচ সদস্য যোগ করে নতুন করে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।
ডেনমার্কের বিশ্বকাপ স্কোয়াড প্রথম দফায় ঘোষণা করা হয় গত ৮ নভেম্বর। তখন চমক রেখে ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল দেশটি। নতুন করে পাঁচ সদস্য যোগ করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ডেনিশ কোচ। মূলত ইউরোপের লিগে বিশ্বকাপ বিরতির আগের ম্যাচগুলো দেখে সিদ্ধান্ত নিতেই তিনি পূর্ণাঙ্গ দল ঘোষণায় দেরি করছিলেন। ১৩ নভেম্বর বিরতি ঘোষণা হয়ে যাওয়ায় নতুন করে পাঁচজনকে অন্তর্ভুক্ত করলেন কোচ হিউমান্দ।
বিশ্বকাপ স্কোয়াডে নতুন করে সুযোগ পেয়েছেন বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগের স্ট্রাইকার ইউসুফ পোলসেন। তিনি ছাড়াও ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের ক্রিস্টিয়ান নরগো, হফেনহেইমের মিডফিল্ডার হুবার্ট স্কোউ, ইউনিয়ন বার্লিনের গোলরক্ষক ফ্রেদেরিক ওয়াননু ও বেনফিকার ডিফেন্ডার অ্যালেক্সান্ডার বেহ।
আরও পড়ুন: মৃত্যুমুখ থেকে ফিরে ডেনমার্কের বিশ্বকাপ দলে
কাতার বিশ্বকাপে ডেনমার্ক রয়েছে ‘ডি’ গ্রুপে। ২২ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে তাদের। ২৬ নভেম্বর ফ্রান্স ও ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ তাদের।
বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ক্যাস্পার স্মাইকেল, অলিভের ক্রিস্টেনসেন, ফ্রেদেরিক ওয়াননু।
ডিফেন্ডার: জোয়াকিম অ্যান্ডারসেন, ভিক্টর নেলসন, সিমন কাইয়ের, জোয়াকিম মাহলি, আন্দ্রেস ক্রিস্টেনসেন, রাসমুস ক্রিস্টেনসেন, জেনস লারসেন, ড্যানিয়েল ওয়াস, অ্যালেক্সান্ডার বেহ।
মিডফিল্ডার: থমাস ডিলানি, ক্রিস্টিয়ান এরিকসেন, পিয়েরে হজবার্গ, ম্যাথিউস ইয়ানসেন, ক্রিস্টিয়ান নরগো, হুবার্ট স্কোউ।
ফরোয়ার্ড: জাসপার লিন্ডস্ট্রম, মার্টিন ব্রাথওয়েট, আন্দ্রেয়াস ওলসেন, ক্যাসপার ডলবার্গ, মাইকেল ডেমসগার্ড, আন্দ্রেয়াস কর্নিলিউস, জোনাস উইন্ড, ইউসুফ পোলসেন।
]]>




