নতুন টক শো-র ঘোষণা করলেন অনুপম খের
<![CDATA[
বলিউডের বরেণ্য একজন অভিনেতা অনুপম খের। বলিউডে তার ক্যারিয়ার দীর্ঘসময় ধরে। ভিন্ন গল্প, চরিত্র আর অভিনয় দিয়ে নিজের জায়গা পাকাপোক্ত তো করেছেন বটেই, সেই সঙ্গে নিজের আলাদা ইমেজও তৈরি করেছেন।
সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি টিভি শো-ও সঞ্চালনা করেছেন। ‘দ্য অনুপম খের শো: কুচ্ছ ভি হো সাকতা হ্যায়’ নামের একটি টিভি শো হোস্ট করেছিলেন তিনি। প্রতি সপ্তাহে নতুন বলিউড সেলিব্রেটিদের নিয়ে আয়োজন করা হতো শো-টি। জুলাই ২০১৪–নভেম্বর ২০১৫ পর্যন্ত চলেছিল শো-টি।
প্রবীণ এই অভিনেতা আবারও নতুন এক টকশো নিয়ে হাজির হচ্ছেন। নতুন টকশোর নাম ‘মানজিলে অর ভি হ্যায়’। তার নিজ ইউটিউব চ্যানেলে শুক্রবার (২৮ অক্টোবর) প্রিমিয়ার হবে শো-এর। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে বিষয়টি জানিয়েছেন অভিনেতা। টুইটে তিনি আরও লেখেন: ‘বলুন তো, আমার এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের প্রথম অতিথি কে? সঠিক অনুমানে রয়েছে বিশাল পুরস্কার।’
এদিকে পরিচালক সুরজ বরজাতিয়ার ‘উচাই’ সিনেমায় কাজ করেছেন অনুপম খের। ১১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও বোমান ইরানি।
আরও পড়ুন: বক্স অফিসের দৌড়ে অক্ষয় কুমারের ‘রাম সেতু’
অনুপম খের এ পর্যন্ত ৪০০ সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি ছবিতে কাজ করার সুবাদে তিনি আন্তর্জাতিক ছবি যেমন, ২০০২ সালের গোল্ডেন গ্লোব মনোনীত ছবি ‘বেন্ড ইট লাইক বেকহাম’, এনগ লির ২০০৭ সালের ‘গোল্ডেন লাইওন বিজয়ী লাস্ট’ এবং ২০১৩ সালের ডেভিড ও রাসেল-এর অস্কার বিজয়ী ‘সিলভার লাইনিংগস প্লেবুক’ ছবিতে অভিনয় করে কুড়িয়েছেন অনেক প্রশংসা।
আরও পড়ুন: বাজেটের ১৬ গুণ আয় ‘কানতারা’র
সিনেমা, টকশো থেকে পরিচালনা ও প্রযোজনায়ও নাম লিখিয়েছেন বরেণ্য এই অভিনেতা। ২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ সিনেমা পরিচালনা করেন তিনি।
প্রযোজনা করেছেন ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’র মতো সিনেমা। সম্মানিত হয়েছেন ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে।
তথ্যসূত্র: ই-টাইমস
]]>




