খেলা

নতুন প্রেমে জড়ালেন দিশা!

<![CDATA[

এ বছরই বিয়ের কথা ছিল বলিউডের আলোচিত জুটি দিশা পাটানি ও টাইগার শ্রফের। তবে বিয়ে না হয়ে একেবারে বিচ্ছেদের পথে হাঁটলেন এ তারকা জুটি। বিচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই টাইগার আর দিশা এখন অন্য প্রেমে মজেছেন।

বলিউডের বাতাসে গুঞ্জন উঠেছে, টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানির বিচ্ছেদের পরই টাইগার কোনো সময় নষ্ট না করেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে তিনি এখন প্রেমের সম্পর্কে আছেন।

আরও পড়ুন: মালাইকার কথায় অপমানিত নোরা!

অন্যদিকে, দিশা টাইগারের সঙ্গে বিচ্ছেদের পর এতদিন একাই ছিলেন। তবে দেরিতে হলেও সম্প্রতি দিশাও তার মনের মানুষ খুঁজে পেয়েছেন।

দিশা যার প্রেমে মজেছেন তার নাম আলেকজান্ডার অ্যালেক্স। কে এই আলেকজান্ডার? সে প্রশ্নের উত্তর এবার আলেকজান্ডারই দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলেকজান্ডার জানান, দিশা তার ঘনিষ্ঠ বন্ধু। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর দিশা। রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই।

একসঙ্গে কাজ করা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, আড্ডা—একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চা ও ব্যায়াম করতাম।’ আলেকজান্ডারের ভাষায়, দিশা তার কাছে পরিবারের মতো।

আরও পড়ুন: অন্য প্রেমে নুসরাত?

এতকিছু বললেও দিশা আর তার প্রেমের সম্পর্কে কোনো কিছু পরিষ্কার করে বলতে নারাজ তিনি। রহস্যকে রহস্য রেখেই তারা জবাব, ‘আমি এটা বুঝি না, লোকে এত ভেবে নেয় কেন সবকিছু? এত চিন্তার দরকার কী অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।’

সূত্র: আনন্দবাজার

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!