নতুন প্রেমে মজেছেন জনি ডেপ!
<![CDATA[
বছরজুড়েই সংবাদের শিরোনামে আছেন জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপ। বেশ কিছুদিন থেকেই গুঞ্জন উঠেছে–নতুন প্রেমে মজেছেন নাকি এই অভিনেতা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে হলিউড তারকার প্রেমিকার নাম। লন্ডনের আইনজীবী জোয়েল রিচের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জনি। খবর কিওময়ের। এর পর থেকে অনেক প্রশ্ন উঠেছে যে কে এই জোয়েল?
২০১৮ সালে এক সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা লড়েছিলেন জনি। তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের দাবির ভিত্তিতে একটি প্রতিবেদন লেখা হয়েছিল ওই সংবাদমাধ্যমে। এর পর ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি।
আরও পড়ুন: বিয়ে টেকাতে ৫১ কোটি টাকার চুক্তি!
জনি ও অ্যাম্বারের মামলার শুনানির সময় উপস্থিত ছিলেন জোয়েল। মামলা চলাকালীন আদালতে দিনের পর দিন উপস্থিত থেকে জনিকে সমর্থন জুগিয়েছিলেন তিনি।
একজন নাকি আরেকজনকে চোখে হারাচ্ছেন এখন। হরহামেশাই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে।
]]>




