নতুন বছরে ন্যাটোয় যোগ দেবে সুইডেন-ফিনল্যান্ড
<![CDATA[
নতুন বছরে আনুষ্ঠানিকভাবে সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। সোমবার (২৬ ডিসেম্বর) ডিপিএ নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেন তিনি। খবর আল-জাজিরার।
তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো দিন-তারিখের কথা বলেননি ন্যাটোপ্রধান। তিনি বলেন, দেশদুটি যোগ দেয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া সময়মতো চূড়ান্ত করা হবে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর গত মে মাসে ফিনল্যান্ড এবং প্রতিবেশী সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোয় যোগ দেয়ার আবেদন করে।
আরও পড়ুন: ফিনল্যান্ডের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
তবে ন্যাটোয় যোগ দেয়ার আবেদনের পর তুরস্কের বিরোধিতায় এ প্রক্রিয়া এখনও আটকে আছে। ন্যাটো জোটে নতুন কোনো দেশকে সদস্য হিসেবে নিতে হলে জোটের ৩০টি সদস্যদেশকে একমত হতে হবে। প্রতিটি সদস্যদেশের অনুমোদন প্রয়োজন হবে।
তুরস্কের বহুদিনের অভিযোগ, স্ক্যান্ডিনেভিয়ান এই দুটি দেশ তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে-কে সমর্থন জোগায়, গোষ্ঠীর নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়।
আরও পড়ুন: চীনের সঙ্গে ন্যাটোর দ্বন্দ্বে জড়ানো উচিত নয় কেন?
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় যোগদানের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, দেশদুটির ন্যাটোয় অন্তর্ভুক্তি ইউরোপ মহাদেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যের অন্যতম কারণ হিসেবে রয়েছে ন্যাটো। সামরিক জোটটি সদস্য হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন। এ ঘটনা নিয়েই মূলত দেশদুটির মধ্যে টানাপোড়েন শুরু হয়।
]]>