নমপেনে আসিয়ান সম্মেলন শুরু
<![CDATA[
কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১১ নভেম্বর (শুক্রবার) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনে প্রাধান্য পাচ্ছে মিয়ানমার ইস্যু।
চারদিনব্যাপী সম্মেলনের প্রথম দিন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক নিরাপত্তা উদ্বেগজনক পর্যায়ে আছে। দেশটির সাধারণ মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানাচ্ছি।জাতিসংঘ মহাসচিব মিয়ানমার প্রশাসনের কাছে দ্রুত রাজনৈতিক বন্দিদের মুক্ত করার আহ্বান জানান।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় অসন্তুোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মিয়ানমারের সামরিক সরকারকে পাঁচ দফার আলোকে সুনির্দিষ্ট, বাস্তব সম্মত ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: মিয়ানমারে বিরোধীদের হামলায় জান্তা বাহিনীর ৩০ সেনা নিহত
সম্মেলনের প্রথম দিন চীন-তাইওয়ান ইস্যু নিয়েও আলোচনা হয়। আসিয়ানের চারদিনব্যাপী বৈঠকে আঞ্চলিক বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে শনিবার বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারির কারণে চলতি বছর আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে হচ্ছে।
]]>