নয়াদিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির অবনতি
<![CDATA[
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দূষণের মাত্রা চরম আকার ধারণ করায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (৫ ডিসেম্বর) ধুলি আর কুয়াশার চাদরে ঢেকে যায় ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ। এদিন শহরটির বেশকিছু এলাকায় বায়ুর মান ছিল ৩৫০ থেকে ৪০০ এর মধ্যে, যা দূষণের চরম পর্যায়ে পড়ে বলে জানায় আবহাওয়া বিভাগ।
সোমবার দিল্লিতে দূষণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, কয়েক ফুট দূরের জিনিসও ছিল দৃষ্টিসীমার বাইরে। এমন পরিস্থিতিতে ভারতের রাজধানীর বেশকিছু এলাকায় ব্যক্তিমালিকানাধীন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি পানি ছিটানোসহ নেয়া হয়েছে নানা পদক্ষেপ।
স্থানীয়রা বলেন, এখানে অনেক সমস্যা। কিন্তু কোনো সমাধান নেই। পানি ছিটানো হচ্ছে, কিন্তু তাতেও দূষণ থেমে নেই। দূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: নয়াদিল্লিতে আবারও বেড়েছে বায়ুদূষণ
বায়ুদূষণের তালিকায় নয়াদিল্লির অবস্থান সব সময়ই ওপরে। শীত মৌসুমে শুষ্ক আবহাওয়ায় সেখানে বায়ুদূষণ আরও চরম আকার ধারণ করে। বাতাসে উড়তে থাকা ধূলি কুয়াশার সংস্পর্শে এসে মেঘের মতো ভেসে বেড়ায়। এ বছরও যার ব্যতিক্রম নয়।
নির্মাণকাজ চলাকালীন ধুলাবালি, পাঞ্জাব ও হরিয়ানায় ফসলের মাঠে আগুন দেয়ার কারণে সৃষ্ট ধোঁয়াকে দিল্লির তীব্র বায়ু দূষণের জন্য দায়ী করে আসছে দিল্লিবাসী। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়াও দিল্লির বায়ুদূষণে বড় ভূমিকা রাখে বলে অভিযোগ স্থানীয়দের।
সম্প্রতি কালো ধোঁয়া নিয়ন্ত্রণে ২০২৭ সাল থেকে দিল্লিতে ডিজেলচালিত অটোরিকশা নিষিদ্ধের কথা জানায় ভারত সরকার।
]]>




