নরসিংদীতে কিশোর হত্যা মামলায় দুই ভাইয়ের কারাদণ্ড
<![CDATA[
নরসিংদীর শিবপুরে শরীফ হোসেন (১৩) নামে এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যার দায়ে এক আসামির আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও আরেক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- শিবপুর থানার চৌঘরিয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আরিফ (৪৩) ও তার ছোট ভাই মো. আলভী (২৫)। আসামি আলভী পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লা জানান, ২০১৪ সালের ৩ জুলাই শিবপুর থানার মুরগীবের এলাকার আলতাফ হোসেন ও মাসুদা আক্তারের ছেলে শরীফ হোসেনকে (১৩) ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আরিফ। পরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা শরীফ হোসেনের খোঁজ জানতে চাইলে আসামিরা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শরীফ হোসেনের মা মাসুদা আক্তার বাদী হয়ে শিবপুর থানায় মো. আরিফসহ অজ্ঞাত আসামি করে মামলা করেন।
আরও পড়ুন: কুমিল্লায় গৃহিণী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
পরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে নিখোঁজ শরীফ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। এ মামলায় মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আরিফকে গ্রেফতার করে পুলিশ।
মুক্তিপণ না দেয়ায় ভাই আলভীর সহায়তায় শরীফ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আরিফ। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আসামি দুই ভাইয়ের মধ্যে মো. আরিফকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও তার ছোট ভাই মো. আলভীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
]]>