বাংলাদেশ

নরসিংদীতে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

<![CDATA[

নরসিংদীর শিবপুরে কৃষক ও উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গবাদি পশুর ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে দুলালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এসব বিতরণ করা হয়। পাশাপাশি দিনব্যাপী পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা, মৎস্য ও প্রাণিসম্পদ সেবা এবং পরামর্শ বুথে দেয়া হয় নানা তথ্যসেবা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না-প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সেবা সংকট মোকাবিলায় জনগণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণিসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে শিবপুরের ৯ ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান কর্মসূচি এক সপ্তাহ আগে শুরু হয়।

আরও পড়ুন: মা সমাবেশে বীজ বিতরণ করলেন মাহি

এ কর্মসূচিতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পূর্ব নির্ধারিত ১ হাজার কৃষক জনপ্রতি ১০ প্যাকেট বীজ ও ৩ কেজি করে সার পেয়েছেন। এরইমধ্যে, ১০ হাজারেরও বেশি কৃষক শীতকালীন সবজি বীজসহ অন্যান্য সেবা পেয়েছেন। এ ছাড়া পরিবার পরিকল্পনা সেবা ও গবাদি পশু পালনের পরামর্শ দেয়া হয়েছে সকল স্তরের কৃষক ও উদ্যোক্তাদের।

সকল ইউনিয়ন ও পৌরসভায় কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও স্বাস্থ্য খাতের উন্নয়নে উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে সমন্বিত সেবার এ আয়োজন দেশে এটাই প্রথম বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত।

আরও পড়ুন: ফেনীতে বিনামূল্যে সার-বীজ বিতরণ

অন্যদিকে এতে কিছুটা হলেও খাদ্য ও অর্থনৈতিক সংকট দূর করা সম্ভব হবে বলে মনে করছেন উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে বিনামূল্যে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!