নরসিংদীতে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মসূচি, পুলিশের সঙ্গে হাতাহাতি
<![CDATA[
নরসিংদী সদর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে একই স্থানে পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনটির দুটি গ্রুপ। এসময় পুলিশের সঙ্গে বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বেশ কয়েকবার হাতাহাতি হয়। পরে দুই গ্রুপকেই প্রেসক্লাবের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে নরসিংদী জেলা ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে দুটি পক্ষ। একটি পক্ষ নিয়ন্ত্রণ করে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন এবং সাধারণ সম্পাদক শাহাজালাল আহমেদ শাওন। অপরপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে সংগঠনটির দুই সহ-সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল এবং শিব্বির আহমেদ শিবলী।
আরও পড়ুন: ফরিদপুরে বিবাহিত ছাত্রলীগের সভাপতি-সম্পাদক, আছে সন্তানও!
সম্প্রতি ছাত্রলীগের প্যাডে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সদর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে ‘ভুয়া’ এবং সাংগঠনিক নিয়ম মানা হয়নি উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে ফয়সাল-শিবলী গ্রুপ। তাদের মানববন্ধন শেষে রিমন-শাওন গ্রুপের সদস্যরা এসে একই স্থানে বিক্ষোভ করে।
]]>