নরসিংদীতে বাস-ট্রাকের সংঘর্ষ, ট্রাকচালক ও হেলপার নিহত
<![CDATA[
নরসিংদীর রায়পুরার নীলকুঠিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে বাসের অপর ছয়যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে রায়পুরা উপজেলার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুঠি এলাকায় পৌঁছালে ভৈরব থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। এ সময় বাসের ছয়যাত্রী আহত হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা যায়।
আরও পড়ুন: কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ট্রাকের ভিতর থেকে দুইটি মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
]]>




