নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আইইইইর কনফারেন্স শনিবার
<![CDATA[
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) এর আইইইই (IEEE) সংগঠনের স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস কনফারেন্স কনফারেন্স অনুষ্ঠিত হবে শরিবার (২৪ ডিসেম্বর)।
বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে দিনব্যাপী এই কনফারেন্স শুরু হবে সকাল ৯টায়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান হলো আইইইই স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস কনফারেন্স বা সংক্ষেপে স্প্যাক (SPAC)। পেশাদার পরিবেশে নেটওয়ার্কিং করার এবং বিশিষ্ট পেশাদার ও শিক্ষাবিদদের একত্রিত করার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই অনুষ্ঠান স্প্যাক। এর মূল লক্ষ্যই হলো শিক্ষার্থী এবং তাদের পেশাগত পরিবেশের মাঝের দূরত্ব দূর করা।
দিনব্যাপী ইভেন্টে স্পিকার হিসেবে থাকবে সারা দেশের আইইইই বাংলাদেশ সেকশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৭ জন স্পিকার। যারা এই ইভেন্টের ৭টা সেগমেন্টেই নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ দিবেন। এ ছাড়াও প্রধান অতিথি হিসেবে থাকবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, ডিন ও উপাচার্য।
আরও পড়ুন: নর্থ সাউথে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা
সকাল ৯টায় উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হওয়া এ ইভেন্টে অংশগ্রহণ করবেন প্রায় ৩০০ শিক্ষার্থী। সারা দেশের আইইইই ব্রাঞ্চ থেকে শিক্ষার্থী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, ইঞ্জিনিয়ারিং এনট্রপ্রনারশিপ, ইঞ্জিনিয়ারিং এফিশিয়েন্সিসহ আধুনিক প্রসঙ্গ ও গবেষণার ওপর থাকছে সেমিনার। এ ছাড়াও লিডারশিপ ও গর্ভনার্টিকা এর স্পেশাল সেশনও থাকছে।
এই ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় মিডিয়া লিমিটেড।
]]>




