নলকূপের পানি পান করে স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে
<![CDATA[
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নলকূপের পানি পান করে একটি বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ের নলকূপের পানি পান করে শিক্ষার্থীদের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। পরে অসুস্থ বোধ করলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থী টিফিনের সময় নলকূপের পানি পান করে। প্রথমে মাথা ঘোরানো ও পেটে ব্যথার কথা জানান। পরে অনেকের একই লক্ষণ দেখা দেয়। পরে তাদের সুস্থতায় চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে প্রথম ই-বাস সার্ভিস চালু হচ্ছে
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান জানান, নলকূপের পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকেরা নলকূপের পানি চেপে যাচাই করে ব্যবস্থা নেন।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নিশিখা আশা জানান, হাসপাতাল সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন তারা হাসপাতালের ভর্তির ঘণ্টাখানেক পর থেকেই সুস্থ হতে থাকেন। এখন তারা স্বাভাবিক রয়েছে এবং সবাই বাড়ি ফিরেছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।
]]>




