নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা দপ্তরি নিহত
<![CDATA[
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিদার আলম (২৮) নামে এক মাদ্রাসা দপ্তরি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ির চাকঢালা আমতলী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিদার আলম চাকঢালার মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার দপ্তরি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন দপ্তরি দিদার আলম। ফেরার পথে চাকঢালার আমতলী মাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পথ অবরোধ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দিদার আলম নিহত হয়।
আরও পড়ুন: বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, ‘দুর্বৃত্তদের ছুটিকাঘাতে এক মাদ্রাসার দপ্তরি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।’
]]>




