নাটোরে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৫
<![CDATA[
নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নলডাঙ্গার অধীরের মোড়ে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত ২৩ সেপ্টেম্বর উপজেলার রামশার কাজিপুরে নিহত ছাত্রলীগ নেতা জীবন হত্যার বিচার দাবিতে নলডাঙ্গা বাজারে জীবনের বাবা ফরহাদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের একাংশ রোববার সকাল থেকে বিক্ষোভ করে।
আরও পড়ুন: খুলনা রেলস্টেশনে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলা
দুপুর দেড়টার দিকে জীবন হত্যার প্রধান অভিযুক্ত জামিনপ্রাপ্ত নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তার সহযোগীরা উপজেলা থেকে বেরিয়ে অধীরের মোড়ে এলে মিছিলকারীরা হামলা করে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষ শুরু হলে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ ৫ জন আহত হন। এ সময় আসাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>




