নাটোরে ককটেল বিস্ফোরণ, বিএনপিকর্মী আটক
<![CDATA[
নাটোর সদর উপজেলার পুরাতন ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনায় আব্দুল ওহাব নামে এক বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে পুরাতন ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়। খবর পেয়ে গিয়ে ঘটনাস্থল থেকে বিএনপিকর্মী আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এসব তথ্য জানান।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪
তিনি আরও জানান, সোমবার রাত ৯টার দিকে পুরাতন ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বিএনপিকর্মী আব্দুল ওহাবকে আটক করে। পরে বিএনপিকর্মী রাজ্জাকের নির্মাণাধীন দোকানে ৮টি তাজা ককটেল উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি। এই বিক্ষোভ সমাবেশ সফল করতে আতংক ছড়াতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
]]>




