নাটোরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত
<![CDATA[
নাটোর বালুবাহী একটি ট্রাকের চাপায় আয়নাল (৩০) নামে রিকশাভ্যানের এক চালক নিহত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার ডাকমারা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়নাল রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডোগোহালি গ্রামের নাজির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আয়নাল তার রিকশাভ্যানে করে রাজশাহীর পুঠিয়া থেকে ফার্নিচার নিয়ে নাটোরের দিকে আসছিলেন। পথে সদর উপজেলার ডাকমারা এলাকায় নাটোরগামী একটি বালুবাহী ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আয়নাল নিহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক-মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে প্রবাসীসহ নিহত ৫
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পবা হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
]]>