নাটোরে বেড়েছে সবজির দাম
<![CDATA[
সরবরাহ কমে আসায় চলতি সপ্তাহে নাটোরে সব ধরনের সবজিতে প্রতি কেজিতে ৫ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, নাটোর শহরের পাইকারি স্টেশন বাজারে প্রতিদিন ভোর থেকে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, মূলা, আলু , বেগুনসহ নানা ধরনের সবজি বিক্রি করেন কৃষকরা। তবে বাজারটিতে গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে সবজির সরবরাহ কমে আসায় সব ধরনের সবজিতে কেজিপ্রতি ৫ থেকে ১২ পর্যন্ত বেড়েছে।
আরও পড়ুন: শীতে ঠান্ডা সবজির বাজার
গত সপ্তাহের ৬ থেকে ৮ টাকা পিসপ্রতি ফুলকপি ১৮ থেকে ২০ টাকায়,৬ থেকে ১০ টাকা পিসপ্রতি বাঁধাকপি ১০ থেকে ১২ টাকায়, ১৫ থেকে ২০ টাকার পিসপ্রতি লাউ ২৮ থেকে ৩০ টাকায়, ১২ থেকে ১৫ টাকা কেজির সিম ২৮ থেকে ৩০ টাকায়,৩ থেকে ৫ টাকা কেজির শিম ২৮ থেকে ৩০ টাকায়,৩ থেকে ৫ টাকা কেজির মুলা ৮ থেকে ১০ টাকায়,৬ থেকে ১০ টাকা কেজির বেগুন ১৮ থেকে ২০ টাকায়, ১৮ থেকে ২০ টাকা কেজির আলু ২৫ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: মাগুরায় সবজির দাম কমেছে
কৃষক নূর আলম ও আসাদ জানান, গত সপ্তাহে ঘন কুয়াশা ও শীতের কারণে সবজির উৎপাদন কমে এসেছে। এর ফলে বাজারে সরবরাহ কমে এসেছে। আর গত সপ্তাহের দামে তারা লোকসান গুনলেও বর্তমান দামে তাদের উৎপাদন খরচ উঠে আসছে। উৎপাদন খরচ অনুযায়ী সবজির দাম নির্ধারণে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।
স্টেশন বাজারের আড়তদার আরিফ হোসেন জানান, গত সপ্তাহে স্টেশন বাজারের পাইকারি সবজির বাজারে প্রতিদিন ৮ থেকে ৯০০ মণ সবজি সরবরাহ হলেও চলতি সপ্তাহে সরবরাহ হয় ৪০০ থেকে ৫০০ মণ। চাহিদার চেয়ে ক্রেতা বেশি থাকায় দাম বেড়েছে বলে জানান তিনি।
স্টেশন বাজারে গত সপ্তাহে প্রতিদিন ৪০ থেকে ৪৫ লাখ টাকার সবজি বিক্রি হলেও চলতি সপ্তাহে ৩০ থেকে ৩৫ টাকার সবজি বিক্রি হচ্ছে।
]]>




